নবম-দশম শ্রেণির বাংলা ২য় পত্রের পরিচ্ছেদ ১ থেকে বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) || সকল বোর্ড || 2025

বাংলা ভাষার ব্যাকরণ (পুরোনো সংস্করণ)

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (পরিচ্ছদ ১-এর সম্প্রসারিত)

১. ভাষা কী?
ক. মনের ভাব লুকানোর মাধ্যম
খ. মনের ভাব বিকৃত করার মাধ্যম
গ. মনের ভাব প্রকাশের মাধ্যম
ঘ. মনের ভাব সংরক্ষণের মাধ্যম
উত্তর: গ. মনের ভাব প্রকাশের মাধ্যম

২. ভাষার প্রধান উপাদান কী?
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাক্য
ঘ. বর্ণ
উত্তর: খ. শব্দ

৩. বাক্য কী?
ক. শব্দের সমষ্টি
খ. সুশৃঙ্খল শব্দসমষ্টি
গ. ভাষার রূপ
ঘ. ভাষার প্রধান উপাদান
উত্তর: খ. সুশৃঙ্খল শব্দসমষ্টি

৪. ভাষার প্রকারভেদ কয়টি?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তর: খ. ২টি

৫. বাংলা ভাষা কোন ভাষা পরিবারভুক্ত?
ক. ইন্দো-ইউরোপীয়
খ. অস্ট্রিক
গ. দ্রাবিড়
ঘ. চিন-তিব্বতি
উত্তর: ক. ইন্দো-ইউরোপীয়

নবম-দশম শ্রেণির বাংলা ২য় পত্রের পরিচ্ছদ ১ থেকে বহুনির্বাচনী প্রশ্ন


৬. বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. পালি
খ. সংস্কৃত
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
উত্তর: খ. সংস্কৃত

৭. শব্দের প্রকারভেদ কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তর: গ. ৪টি

৮. শব্দের উৎস অনুযায়ী বাংলা ভাষার শব্দভাণ্ডার কয় প্রকার?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তর: গ. ৫টি

৯. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
ক. গীতাঞ্জলি
খ. চর্যাপদ
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. মঙ্গলকাব্য
উত্তর: খ. চর্যাপদ

১০. চর্যাপদ রচিত হয় কোন ভাষায়?
ক. প্রাকৃত
খ. আবহমান পূর্ব বাংলা
গ. অপভ্রংশ 
ঘ. সংস্কৃত
উত্তর: খ. আবহমান পূর্ব বাংলা

আরো পড়ুন: 

পরিচ্ছদ ১ প্রশ্ন ঃ ১১-২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ