বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) || সকল বোর্ড || 2025
বাংলা ভাষার ব্যাকরণ (পুরোনো সংস্করণ)
১. ভাষা কী?
ক. মনের ভাব লুকানোর মাধ্যম
খ. মনের ভাব বিকৃত করার মাধ্যম
গ. মনের ভাব প্রকাশের মাধ্যম
ঘ. মনের ভাব সংরক্ষণের মাধ্যম
উত্তর: গ. মনের ভাব প্রকাশের মাধ্যম
২. ভাষার প্রধান উপাদান কী?
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাক্য
ঘ. বর্ণ
উত্তর: খ. শব্দ
৩. বাক্য কী?
ক. শব্দের সমষ্টি
খ. সুশৃঙ্খল শব্দসমষ্টি
গ. ভাষার রূপ
ঘ. ভাষার প্রধান উপাদান
উত্তর: খ. সুশৃঙ্খল শব্দসমষ্টি
৪. ভাষার প্রকারভেদ কয়টি?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তর: খ. ২টি
৫. বাংলা ভাষা কোন ভাষা পরিবারভুক্ত?
ক. ইন্দো-ইউরোপীয়
খ. অস্ট্রিক
গ. দ্রাবিড়
ঘ. চিন-তিব্বতি
উত্তর: ক. ইন্দো-ইউরোপীয়
৬. বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. পালি
খ. সংস্কৃত
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
উত্তর: খ. সংস্কৃত
৭. শব্দের প্রকারভেদ কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তর: গ. ৪টি
৮. শব্দের উৎস অনুযায়ী বাংলা ভাষার শব্দভাণ্ডার কয় প্রকার?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তর: গ. ৫টি
৯. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
ক. গীতাঞ্জলি
খ. চর্যাপদ
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. মঙ্গলকাব্য
উত্তর: খ. চর্যাপদ
১০. চর্যাপদ রচিত হয় কোন ভাষায়?
ক. প্রাকৃত
খ. আবহমান পূর্ব বাংলা
গ. অপভ্রংশ
ঘ. সংস্কৃত
উত্তর: খ. আবহমান পূর্ব বাংলা
পরিচ্ছদ ১ প্রশ্ন ঃ ১১-২০
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.