নবম-দশম শ্রেণির বাংলা ২য় পত্রের পরিচ্ছেদ ১ থেকে বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) || সকল বোর্ড || 2025

বাংলা ভাষার ব্যাকরণ (পুরোনো সংস্করণ)

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (পরিচ্ছদ ১-এর সম্প্রসারিত)

৩১. ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. ভাষা সর্বজনীন
খ. ভাষা পরিবর্তনশীল
গ. ভাষা বর্ণনামূলক
ঘ. ভাষা একরূপ
উত্তর: খ. ভাষা পরিবর্তনশীল

৩২. বাংলা ভাষার আধুনিক যুগ কোন সময় থেকে শুরু?
ক. ১৮০০ সাল থেকে
খ. ১৮৫০ সাল থেকে
গ. ১৯০০ সাল থেকে
ঘ. ১৯৪৭ সাল থেকে
উত্তর: খ. ১৮০০ সাল থেকে

৩৩. কোনটি বাংলা ভাষার শব্দ নয়?
ক. গৃহ
খ. আকাশ
গ. ময়ূর
ঘ. সিংহাসন
উত্তর: ঘ. সিংহাসন

৩৪. বাংলা ভাষার কোন রূপটি কথ্য ভাষা হিসেবে ব্যবহৃত হয়?
ক. সাধু রীতি
খ. চলিত রীতি
গ. প্রাকৃত রীতি
ঘ. অপভ্রংশ রীতি
উত্তর: খ. চলিত রীতি

৩৫. চর্যাপদে ব্যবহৃত বাংলা ভাষা কোন রীতি অনুসরণ করে?
ক. চলিত রীতি
খ. সাধু রীতি
গ. মাগধি প্রাকৃত
ঘ. সংস্কৃত
উত্তর: গ. মাগধি প্রাকৃত

নবম-দশম শ্রেণির বাংলা ২য় পত্রের পরিচ্ছদ ১ থেকে বহুনির্বাচনী প্রশ্ন

৩৬. বাংলা ভাষায় ব্যবহৃত "উৎস" শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. সংস্কৃত
খ. পালি
গ. আরবি
ঘ. ফারসি
উত্তর: ক. সংস্কৃত

৩৭. বাংলা ভাষার বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কত?
ক. ১০টি
খ. ১১টি
গ. ১২টি
ঘ. ১৩টি
উত্তর: গ. ১২টি

৩৮. বাংলা ভাষার বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত?
ক. ৩৩টি
খ. ৩৪টি
গ. ৩৫টি
ঘ. ৩৬টি
উত্তর: খ. ৩৪টি

৩৯. ভাষা আন্দোলন কবে সংঘটিত হয়?
ক. ১৯৪৭ সাল
খ. ১৯৫২ সাল
গ. ১৯৫৬ সাল
ঘ. ১৯৭১ সাল
উত্তর: খ. ১৯৫২ সাল

৪০. বাংলা ভাষার আধুনিক ব্যাকরণ প্রথম কে রচনা করেন?
ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রাজা রামমোহন রায়
ঘ. উইলিয়াম কেরি
উত্তর: ঘ. উইলিয়াম কেরি

আরো পড়ুন: 


পরিচ্ছদ ১ প্রশ্ন ঃ ৪১-৫০


বাংলাদেশে মোট কতটি থানা আছে? [আপডেট ]

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ