বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) || সকল বোর্ড || 2025
বাংলা ভাষার ব্যাকরণ (পুরোনো সংস্করণ)
১১. ভাষার সংজ্ঞা প্রথম কে দিয়েছেন?
ক. পাণিনি
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. প্লেটো
ঘ. ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
উত্তর: গ. প্লেটো
১২. ভাষার আদি উৎস কী?
ক. সংস্কৃত
খ. প্রকৃতি
গ. ধ্বনি
ঘ. মানুষের মুখনিঃসৃত শব্দ
উত্তর: ঘ. মানুষের মুখনিঃসৃত শব্দ
১৩. বাংলা ভাষার প্রাচীন রূপ কোনটি?
ক. প্রাকৃত
খ. অপভ্রংশ
গ. চর্যাপদ
ঘ. পালি
উত্তর: খ. অপভ্রংশ
১৪. চর্যাপদে ভাষার ধারা কী নামে পরিচিত?
ক. সংস্কৃত ধারা
খ. অপভ্রংশ ধারা
গ. মাগধি ধারা
ঘ. আর্য ধারা
উত্তর: গ. মাগধি ধারা
১৫. বাংলা ভাষার শব্দভাণ্ডারে তদ্ভব শব্দের উদাহরণ কোনটি?
ক. মাটি
খ. ভূমি
গ. জমিন
ঘ. পৃথিবী
উত্তর: ক. মাটি
১৬. বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দের উদাহরণ কোনটি?
ক. কিতাব
খ. ভূমি
গ. জল
ঘ. অন্ন
উত্তর: ক. কিতাব
১৭. বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থের নাম কী?
ক. বাংলা ব্যাকরণ
খ. গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
গ. বর্ণপরিচয়
ঘ. সাহিত্য দর্পণ
উত্তর: খ. গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
১৮. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
গ. উইলিয়াম কেরি
ঘ. রাজা রামমোহন রায়
উত্তর: গ. উইলিয়াম কেরি
১৯. বাংলা ভাষার বিকাশ কোন শতাব্দীতে শুরু হয়?
ক. ১০শ শতাব্দী
খ. ১১শ শতাব্দী
গ. ১২শ শতাব্দী
ঘ. ১৩শ শতাব্দী
উত্তর: গ. ১২শ শতাব্দী
২০. ‘বাক্য’ শব্দের অর্থ কী?
ক. বাকের মতো শব্দ
খ. সুশৃঙ্খল শব্দের গঠন
গ. মনের ভাব
ঘ. বর্ণের সমষ্টি
উত্তর: খ. সুশৃঙ্খল শব্দের গঠন
আরো পড়ুন:
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.