MIGA - এর বর্তমান সদস্য সংখ্যা কত?

প্রশ্নঃ MIGA - এর বর্তমান সদস্য সংখ্যা কত?

MIGA - এর বর্তমান সদস্য সংখ্যা কত?

 ক. ১৫৭ টি
 খ. ১৬৭ টি
 গ. ১৮২ টি
 ঘ. ১৮৫ টি

উত্তর:  গ. ১৮২ টি

ব্যাখ্যা:
MIGA এর পূর্ণরূপ – "Multilateral
Investment Guarantee Agency'l
উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement) এর নিশ্চয়তা প্ৰদান করে থাকে। ১৯৪৮ সালে MIGA এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে। এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয় । MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৭টি ও শিল্পোন্নত দেশ - ২৫টি)। • সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ