প্রশ্নঃ জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান কত?
উত্তর:B. ১২ ঘণ্টা ১৩ মিনিট
ব্যাখ্যা : জোয়ার-ভাটা সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর এক স্থানে ফুলে ওঠে এবং এক স্থানে নেমে যায়। পানির এইরূপ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। এক স্থানে প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়। জোয়ার ভাটার মধ্যকার ব্যবধান প্ৰায় ১২ ঘণ্টা ১৩ মিনিট। জোয়ার-ভাটার স্থিতিকাল ৬ ঘণ্টা ৬ মিনিট ৩০ সেকেন্ড। সমুদ্রের মোহনা থেকে নদীগুলো স্রোতের বিপরীতে উজানে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার-ভাটা অধিক হয়। সাধারণত সমুদ্রের মধ্যভাগ অপেক্ষা উপকূলের কাছে অগভীর অংশে জোয়ারের পানির উচ্চতা অধিক থাকে।
আরো পড়ুন:
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.