জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন কে?

প্রশ্নঃ জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন কে?



ক. কুর্ট ওয়াল্ডহেইম
খ. দ্যাগ হ্যামারশোল্ড
গ. ট্রিগভেলাই
ঘ. জাভিয়ের পেরেজ ডি কুয়েলার

উত্তর: গ. ট্রিগভেলাই

ব্যাখ্যা: 
জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন - ট্রিগভেলাই (Trygve Lie)। তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। তার আগে ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি ১৯৪৬ সাল পর্যন্ত ব্রিটিশ নাগরিক- গ্লাডউইন জেব (Gladwyn Jebb) জাতিসংঘের ভারপ্রাপ্ত মহা সচিব হিসাবে দ্বায়িত্ব পালন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ