জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা কোনটি?

প্রশ্নঃ জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা কোনটি?



ক. স্প্যানিশ, আরবি
খ. চাইনিজ, রুশ
গ. ইংরেজী, ফ্রেঞ্চ
ঘ. উপরের সবগুলো

উত্তর: গ. ইংরেজী, ফ্রেঞ্চ

ব্যাখ্যা 
জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি। - ১৯৪৬ সালে তৎকালীন জাতিসংঘ মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড আরবি, ইংরেজি, চাইনিজ/ ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেন। কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের - সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
- জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
- জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ