IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক?

প্রশ্নঃ IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক?



ক. ক্রিস্টালিনা জর্জিয়েভা
খ. ডেভিড ম্যালপাস
গ. ক্রিস্টিন লাগার্দ
ঘ. রবার্তো আজেভেদো

উত্তর: ক. ক্রিস্টালিনা জর্জিয়েভা

ব্যাখ্যা:
প্রতিষ্ঠাকাল:- গঠনের সিদ্ধান্ত ৪ জুলাই, ১৯৪৪ সাল। প্রতিষ্ঠাকালীন সম্মেলন :- Bretton Woods Conference. আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর – ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল। • কার্যকর শুরু:- ১৯৪৭ সালের মার্চে। IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্ৰা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা। ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ