আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি?

প্রশ্নঃ আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি?

আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি?

 ক. ৩২টি
 খ. ৪২টি
 গ. ৪৯টি
 ঘ. ৫৫টি

উত্তর: ঘ. ৫৫টি

ব্যাখ্যা:
এক নজরে আফ্রিকান ইউনিয়ন:- প্রতিষ্ঠাকাল - ২৫ মে, ১৯৬৩ সাল। প্রথম নাম - আফ্রিকান ঐক্য সংস্থা; যা পরবর্তীতে, Sirte Declaration অনুযায়ী ৯ জুলাই, ২০০২ সালে দক্ষিন আফ্রিকার ডারবানে আফ্রিকান ইউনিয়ন (African Union - AU) নামকরণ করা হয়। 
প্রতিষ্ঠার স্থান - আদ্দিস আবাবা, ইথিওপিয়া • সদস্য সংখ্যা - ৫৫টি দেশ
সর্বশেষ সদস্য - মরক্কো (৩১ জানুয়ারি, ২০১৭ সালে আফ্রিকান ইউনিয়নে পুনরায় যোগদান করে। মরক্কো আফ্রিকান ঐক্য সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য, কিন্তু নাম পরিবর্তনের পর যোগ দেয় নি।)
প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩২টি দেশ
সদর দপ্তর - আদ্দিস আবাবা, ইথিওপিয়া

আরো পড়ুন:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ