ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টা স্বাক্ষর করেন?

প্রশ্নঃ ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টা স্বাক্ষর করেন?

ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টা স্বাক্ষর করেন?

 ক. জর্জ
 খ. জন
 গ. এডওয়ার্ড
 ঘ. জেমস

উত্তর: খ. জন


ব্যাখ্যা:
'ম্যাগনা কার্টা হল রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল। যা ১২১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে। ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত এই চুক্তিতে স্বাক্ষর করেন। মানে ১২১৫ খ্রিস্টাব্দে ম্যাগনাকার্টা প্রনীত হয়। এই দলিলটি সে দেশের অন্যতম সাংবিধানিক দলিল।

আরো পড়ুন:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ