প্রশ্নঃ একুশের প্রথম কবিতার রচয়িতা কে?
উত্তর: C. মাহবুব উল আলম চৌধুরী
ব্যাখ্যা : ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। - কবিতাটি লেখেন মাহবুব উল আলম চৌধুরী। - ২২ ফেব্রুয়ারি ১৭ পৃষ্ঠার একটি পুস্তিকায় ছাপা হয় কবিতাটি। প্রথম নির্মিত শহীদ মিনার ধ্বংসের প্রতিবাদে - আলাউদ্দিন আজাদ লিখেন 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি। - একুশের প্রথম গানের রচয়িতা ভাষাসৈনিক গাজীউল হক। একুশের প্রথম নাটকের রচয়িতা মুনীর চৌধুরী।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.