দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের নাম কী?

প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের নাম কী?

দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের নাম কী?

 ক. মাসাই
 খ. কুর্দি
 গ. আফ্রিদি
 ঘ. জুলু

উত্তর: ঘ. জুলু

ব্যাখ্যা:
দক্ষিণ আফ্রিকা নৃতাত্ত্বিকভাবে একটি বহু-গোষ্ঠীয় রাষ্ট্র, যেখানে বহু বিচিত্র সংস্কৃতি, ভাষা ও ধর্মের মেলবন্ধন ঘটেছে। এ কারণে এটিকে "রংধনু জাতি" হিসেবেও ডাকা হয়। - জনসংখ্যার চার-পঞ্চমাংশ কৃষ্ণাঙ্গ বান্টু বংশোদ্ভূত লোক; এদের মধ্যে জুলু, খোসা, সোথো ও তসোয়ানা নৃগোষ্ঠীর লোক প্রধান। মানব উন্নয়ন সূচকে দক্ষিণ আফ্রিকার অবস্থান ১১৩তম, যা আফ্রিকার মধ্যে ৭ম সর্বোচ্চ। - দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ০.৭৬% এর সমান ।

আরো পড়ুন:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ