প্রশ্নঃ বাংলাদেশে প্রথম সেচ প্রকল্প কোনটি?
A. তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প
B. চাঁদপুর সেচ প্রকল্প
C. কাপ্তাই সেচ প্রকল্প
D. গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
উত্তর: D. গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
ব্যাখ্যা : গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জি-কে প্ৰজেক্ট) গঙ্গা নদীর দক্ষিণ তীরের বিস্তৃত অঞ্চল জুড়ে (বাংলাদেশের ভূখন্ডে) সেচের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত একটি প্রকল্প। - কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার ১,৯৭,৫০০ হেক্টর জমি এ সেচ কার্যক্রমের আওতাভুক্ত। এটি বাংলাদেশে প্রথম সেচ প্রকল্প। ১৯৫১ সালে পরিচালিত প্রাথমিক জরিপের পর ১৯৫৪ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রস্তাবিত জি-কে প্রকল্প অনুমোদন করে। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো - তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প। ১৯৭৯ সালে নীলফামারি-লালমনিরহাট সীমান্তে এটির প্রথম পর্যায়ের নির্মাণ কাজ শুরু হয় যা ১৯৯০ সালে শেষ হয়।
আরো পড়ুন:
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.