বাংলাদেশে প্রথম সেচ প্রকল্প কোনটি?

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম সেচ প্রকল্প কোনটি?

বাংলাদেশে প্রথম সেচ প্রকল্প কোনটি?

 A. তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প
 B. চাঁদপুর সেচ প্রকল্প
 C. কাপ্তাই সেচ প্রকল্প
 D. গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প

উত্তর: D. গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প

ব্যাখ্যা : গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জি-কে প্ৰজেক্ট) গঙ্গা নদীর দক্ষিণ তীরের বিস্তৃত অঞ্চল জুড়ে (বাংলাদেশের ভূখন্ডে) সেচের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত একটি প্রকল্প। - কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার ১,৯৭,৫০০ হেক্টর জমি এ সেচ কার্যক্রমের আওতাভুক্ত। এটি বাংলাদেশে প্রথম সেচ প্রকল্প। ১৯৫১ সালে পরিচালিত প্রাথমিক জরিপের পর ১৯৫৪ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রস্তাবিত জি-কে প্রকল্প অনুমোদন করে। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো - তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প। ১৯৭৯ সালে নীলফামারি-লালমনিরহাট সীমান্তে এটির প্রথম পর্যায়ের নির্মাণ কাজ শুরু হয় যা ১৯৯০ সালে শেষ হয়।

আরো পড়ুন:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ