আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বিচারকদের মেয়াদ কত বছর?

প্রশ্নঃ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বিচারকদের মেয়াদ কত বছর?

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বিচারকদের মেয়াদ কত বছর?

 ক. ৩ বছর
 খ. ৫ বছর
 গ. ৪ বছর
 ঘ. ৯ বছর

উত্তর: ঘ. ৯ বছর

ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত /International Court of Justice আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ। 
→ এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের "পিস প্যালেস"-এ অবস্থিত। এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ। ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত। 
বিচারকদের মেয়াদ 9 বছর। * ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
→ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ