আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক কোনটি?

প্রশ্নঃ আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক কোনটি?

আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক কোনটি?

 A. বারিপাত
 B. বায়ুপ্রবাহ
 C. বায়ুর আর্দ্রতা
 D. বায়ুর চাপ

উত্তর: B. বায়ুপ্রবাহ

ব্যাখ্যা : আবহাওয়া: কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, তুষারপাত, মেঘাচ্ছন্নতা ইত্যাদি উপাদানের গড় অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়া সবসময়ই পরিবর্তনশীল।
জলবায়ু: কোনো নির্দিষ্ট অঞ্চলের কয়েক বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। পরিবর্তনশীল আবহাওয়ায় কোনো স্থানের বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাতের সে স্থানের জলবায়ু বলা হয়। পরিমাণ ইত্যাদির ৩০-৪০ বছরের গড় অবস্থাকে জলবায়ুর বিভিন্ন নিয়ামকগুলো হলো: অক্ষাংশ,-উচ্চতা,-সমুদ্র থেকে দূরত্ব,-বায়ুপ্রবাহ,-সমুদ্রস্রোত,-পর্বতের অবস্থান,-ভূমির ঢাল,-মৃত্তিকার গঠন,-বনভূমির অবস্থান ইত্যাদি।
আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো: বায়ুর তাপ,- বায়ুর চাপ,-বায়ুর আর্দ্রতা ও-বারিপাত।

আরো পড়ুন:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ