ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা কয়টি? [২০২৩ আপডেট]

প্রশ্ন: ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা কয়টি?

ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা কয়টি?

ক) ৬০টি
খ) ৬৬টি
গ) ৮১টি
ঘ) ৭৭টি

উত্তর: গ) ৮১টি

ব্যাখ্যাঃ মসজিদটি উত্তর - দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব - পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু। ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১ টি, সাত লাইনে ১১ টি করে ৭৭ টি এবং চার কোনায় ৪ টি মোট ৮১ টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত।
 
আরো পড়ুন:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ